রাজবাড়ীর গোয়ালন্দে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ গল্প শোনান স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২১মার্চ ) গোয়ালন্দ উপজেলা প্রশাসন গোয়ালন্দ নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ গল্প শোনান গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে কিভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন সেসব ঘটনা ও যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা গল্প শুনতে অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।
প্রিন্ট