কুষ্টিয়ার খোকসায় কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের ও সততা স্টোরের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলায় ১৬ টি বিদ্যালয়ে সততা স্টোর এর জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় উপজেলার মাধ্যমে শিক্ষা অফিসে স্কুলের প্রধান শিক্ষক এর হাতে এই টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিদর্শক সায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিদর্শক নাসরিন খাতুন ইতি, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, জেলা দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল ফিরোজা পারভীন প্রমুখ।
এই সময় জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিদর্শক সায়েদুর রহমান বলেন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সততার সাথে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলায় আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সততা সংঘের বিভিন্ন বিষয়ে তুলে ধরে শিক্ষা দেবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
প্রিন্ট