প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায়, ফরিদপুর সদর উপজেলায় ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে বিনামূল্যে ৭ টি মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, আজ সোমবার সকাল ১০ টার দিকে শহরের টেপাখোলা
জেলা প্রাণিসম্পদ অফিসে এ মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর সভাপতিত্বে, এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মনমথ কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার এস.এম আশরাফুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার (এলিডিডিপি) ডাঃ কনিকা সমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের (সি.ই.এ) মোঃ আলমগীর হোসেন।