রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। রবিবার সকালে কালুখালীর পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম হজরত আলী (৪৫)। সে মৌরাট ইউনিয়নের কাজিয়ালপাড়া গ্রামের হাসান আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হজরত আলী পেয়াজ বোঝাই একটি ভ্যান নিয়ে সোনাপুর বাজারে আসছিলো। পথিমধ্যে পাইকারা মোড় এলাকায় এলে কুষ্টিয়াগামী একটি সিমেন্টবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হজরত আলী মারা যায়। গুরুতর আহত হয় ভ্যানচালক বাপ্পী।
- আরও পড়ুনঃ তানোরে বাঁশ লুটের মামলায় আটক ১
হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। হাইওয়ে থানার এসআই উৎপল কুমার জানায়, নিহত হজরত আলী লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
প্রিন্ট