বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে৷ – এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় শিশুদিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ( আইজিপি ব্যাচ) প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন।
সভায় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ( আইজিপি ব্যাচ),সমবায় কর্মকর্তা আ: জব্বার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অঞ্জলি রানী প্রামানিক, মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট