কারাগারে থাকা রানার সঙ্গে দেখা করতে আজ রবিবার সকাল ১০টার দিকে তথ্য কমিশনার শেরপুর কারাগারে যান। সেখানে তথ্য কমিশনার রানার সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। রানার সঙ্গে কথা বলা শেষ করে কারাগার থেকে বের হয়ে নকলায় রানার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এরপর বিকেলের দিকে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে স্থানীয় প্রশাসন ও ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সঙ্গে কথা বলেন তথ্য কমিশনার।
এ বিষয়ে জানতে চাইলে তথ্য কমিশনার বলেন, তথ্য চাইতে গিয়ে এই ঘটনা ঘটেছে কী না তার বিষয়ে অনুসন্ধান করতে এসেছি। বিস্তারিত বিষয় কমিশনকে অবহিত করব।