করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ২০০টি পরিবারের মাঝে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই, নুডুলস, কিচমিচসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন, মৎস্য কর্মকর্তা এসএম শাহাজাহান সিরাজ, ডোমিনির পরিচালক সুব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন।
ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে অসহায়, দিনমজুর ও চক্ষুলজ্জায় ঘরের বাইরে আসতে পারছেন না। এমন জনগোষ্ঠীর জন্য সরকার যে খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে। আমরা তা অসহায় মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছি। আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।’
প্রিন্ট