ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শেখ আব্দুর রাজ্জাক একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মামুন জুবেরী ( মির্জা মিয়া), অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম.এম. আছাদুজ্জামান মিন্টু।
শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য শরীফ মো: সেলিমুজ্জামান লিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো: আবুল কালাম আজাদ।
বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো: দাউদুজ্জামান দাউদ। বোয়ালমারী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর আহবায়ক মো: রাজিবুল ইসলাম রাজু।
ইঞ্জিনিয়ার মো: মামুন ( আপারেশন অফিসার, ইউটকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড)। বোয়ালমারী উপজেলা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম রবিউল ইসলাম। শেখ আব্দুর রাজ্জাক একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য হাসিনা রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় বোস। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট