টাঙ্গাইল নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামে ১ মার্চ শুক্রবার বিকেলে নাদিম সাজু স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে তরুন তারকাদের মিলন মেলার আয়োজন করা হয়। এই মিলন মেলায় এলাকার তরুণ যুবকেরা অংশগ্রহণ নেয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমাবাদ গ্রামের কৃতি সন্তান খান মোহাম্মদ নাদিম হোসেন (সাজু) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিও) এন্ড ডিরেক্টর ভারটেক্স স্টক এন্ড সিকিউরিটিজ লিঃ।
প্রধান অতিথি বক্তব্যতে তিনি বলেন, নাদিম সাজু স্মাইল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন মানুষের জন্য মানুষের পাশে থাকে। আমাদের উদ্দেশ্য সমাজের জন্য কিছু করা সংগঠনের তরুণ তারকা কর্মীদের নিয়ে ভবিষ্যতে অনেক দুর এগিয়ে যাওয়া। আমরা নতুন একটা হেলথ সেন্টার প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি। যেখানে টাঙ্গাইল জেলার সবস্তরের দুস্থ মানুষ ২৪ ঘন্টা সেবা পাবে। কাম্বাই হেলথ সেন্টার ফর রোবোটিক ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-ইউএসএ কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, শীঘ্রই এই হেলথ সেন্টার কাজটির শুভ উদ্বোধন হবে।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা, মোঃ ফারুক হোসেন সাবেক জি এস নাগরপুর সরকারি কলেজ, মোঃ খোকন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী।
প্রিন্ট