জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা।তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
“করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
হাতিয়া উপজেলা পরিষদের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ , প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন, যুব উন্নয় কর্মকর্তা আব্দুল রহিম,বীরমুক্তিযোদ্ধা একেএম মানছুরুল হক, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আলফা ইসলামি লাইফ ইনসুরেন্সের লিমিটেডের এর হাতিয়া ইনচার্জ মোঃনজরুল ইসলাম, আলফা ইসলামি লাইফ ইনসুরেন্সের লিমিটেডের এর হাতিয়ার ইউনিক ম্যানেজার রোজিনা আক্তার, ম্যাটলাইফ ইনসুরেন্সের কোম্পানির ব্রাচ ম্যনেজার মো: ইয়াছিন হোসেন, প্রগতি লাইফ ইনসুরেন্স কোম্পানির ব্যাচ ম্যানাজার মো: তামজিদ হোসেন, সানফ্লাওয়ার লাইফ ইনসুরেন্সে কোম্পানির ইনসার্চ বেলাল হোসেন।
প্রিন্ট