মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় ও জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ্য বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বর এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি দিবসটি উপলক্ষে বলেন সঠিক সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাস হয়। এ আইনের ভিত্তিতে দেশের পরিসংখ্যান ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ৮ জুন মন্ত্রিপরিষদ বৈঠকে প্রতিবছর ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সঠিক পরিসংখ্যান টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে কাজ করে। এই গুরুত্ব বিবেচনা করেই ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, ১ প্যানেল মেয়র মো. নুরুল হক, মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা এ্যাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
প্রিন্ট