কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মরহুম এ্যাডভোকেট এম জি মাহমুদ মন্টুর স্ত্রী রাজিয়া খাতুন (রেবা) (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ২৪ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে রাত ২ টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজিয়া খাতুন রেবা ঢাকাস্থ দৌলতপুর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: আমিনুল ইসলাম বাচ্চুর বড় বোন মৃত্যু কালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুনগাহি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিক বৃন্দ গভীর শোক প্রকাশ করে। তার পরিবার বর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে বাদ জোহর ভাগজোত কাস্টমস মোড় মসজিদ প্রাঙ্গণ নামাজের জানাজার শেষে রামকৃষ্ণপুর গোরস্থানে তার স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।
প্রিন্ট