করোনাকালীন দুর্যোগে ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভলপমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এক হাজার প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (০৮.০৫.২১) সকালে ফরিদপুরের বোয়ালণমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঈদ উপহার ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ৭০০ জনের জন্য ৭০০ বস্তা খাদ্যদ্রব্য এবং ৩০০ জনের মাঝে শাড়ি ও সকলের জম্য উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইস্রাফিল মোল্লা, পরমেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আলফাডাঙ্গা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহিদুল হক।
প্রিন্ট