রাজশাহীর তানোরে নিজ জমিতে পেঁয়াজ, আলু, গম চাষ করেছিলেন কৃষক নজরুল ইসলাম। কিছুদিন পর জমি থেকে পেঁয়াজ ও আলু তোলার প্রস্তুতিও তিনি নিচ্ছিলেন।কিন্তু গত ৭ ফেব্রুয়ারী সকালে পেঁয়াজখেতে গিয়ে তিনি দেখতে পান, পেঁয়াজ, আলু ও গমের গাছগুলো নেতিয়ে পড়েছে।
তানোর পৌরসভার কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য উপকেন্দ্রের পিছনের মাঠে এই ঘটনা ঘটেছে। এঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ এলাকার কুরমান আলীর পুত্র আনারুল ইসলামকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, নজরুল ইসলামের দাবি প্রতিপক্ষ তার পেঁয়াজখেতে বিষ প্রয়োগ করেছেন। যেকারণে তার খেতের ফসল নষ্ট হয়েছে।
অন্যদিকে আনারুল ইসলামের দাবি তাদের ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষ নজরুল ইসলাম তার নষ্টখেত ইচ্ছেকৃতভাবে আরো বেশী নষ্ট করে তাদের ওপর দায় চাপাতে মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছে, নজরুল ইসলামের পেঁয়াজখেতে চোখে পড়ার মতো তেমন ফসল হয়নি। এছাড়াও তার পেঁয়াজখেতে যদি কেউ শক্রতা করে বিষ প্রয়োগ করেন, তাহলে রোপণের পরপরই করতে পারতেন, এতোদিন পরে কেন ? আবার কোনো তথ্য উপাত্ত ব্যতিত প্রতিপক্ষ আনারুল ইসলামকে বিবাদী করে অভিযোগ করায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ কেউ বলছে, আনারুল ইসলামকে ফাঁসিয়ে বসে আনতেই নজরুল ইসলাম এমন কাজ করতে পারেন। কারণ নজরুল ইসলাম কিভাবে এতোটা নিশ্চিত হয়েছেন, যে তার পেঁয়াজখেতে বিষ প্রয়োগ করা হয়েছে, এবং আনারুল ইসলাম সেই বিষ প্রয়োগ করেছেন।
- আরও পড়ুনঃ তানোরে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৩
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, কেউ শত্রুতা করে পেঁয়াজ, আলু ও গমখেত নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট