কুষ্টিয়ার দৌলতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী খাদেমুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ ৬ দশক পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু
সভায় আগামী ২১ ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালনের জন্য দিন ব্যাপী নানা কর্মসুচী গ্রহণ করা হয়।
প্রিন্ট