মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে, কৃষক লীগের নেতৃবৃন্দ বলেন মাগুরা-১ এমপি সাকিব আল হাসান কৃষক লীগের প্রতি বিশেষ দৃষ্টি দিবেন।
সোমবার ১২ ফেব্রুয়ারী বিকাল ৪ টার সময় ২ নং আঠারখাদা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। মাগুরা সদরের ৫ ইউনিয়নের দায়িত্ব কৃষক লীগ নেতা, হাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঠারখাদা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আলম মোল্লা ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ নুর আলম মিয়া সোহাগ। প্রধান বক্তা ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আকবর খলিফা। সম্মানিত অতিথি ছিলেন, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অশোক রায়, আঠারখাদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সুমন খান।
বিশেষ অতিথি ছিলেন, আঠারখাদা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশিদ, ইউপি মেম্বার সদস্য উজ্জ্বল বাড়ই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো কৃষক লীগের নেতা ও কর্মী বৃন্দগণ। এ পর্যন্ত আঠারখাদা ইউনিয়নে শতাধিকের উপরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অশোক রায় বলেন, মাগুরা-১ আসনের মাননীয় এমপি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মহোদয় কৃষক লীগের দিকে বিশেষ দৃষ্টি দিবেন বলে তিনি মনে প্রাণে বিশ্বাস ও আশাবাদী।
প্রিন্ট