কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজার ও বিলশুকা এলাকায় অবস্থিত রিয়াজুস সালিহীন ইসলামী ঈদগাহে ১লাখ টাকা প্রদান করা হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল জেলা পরিষদের বরাদ্দ টাকা থেকে এটা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহা: খলিল উল্লাহ, ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা রিয়াজুস সালিহীন ইসলামী ঈদগাহ ও মধ্যবাজার-বিলশুকা মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক এ্যাড: ইকবাল হাসান প্রমুখ।
প্রিন্ট