গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। দোকান সহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সিরাজ খান বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত ৭টা ৪৫মিনিটে সিরাজ খান তার মুদি দোকানে বসে ব্যাবসা করছিল, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের শাজাহান খান, ফয়সাল খান, মজিবর খন্দকার, মিলন খন্দকার, ইকবাল মোল্লা, সবুজ মোল্লা, হায়দার মোল্লা, সোহেল মোল্লা, আনোয়ার মোল্লা, ফরিদ খান, লায়েক খান, আজিজল শেখ, গিয়াস উদ্দিন শিকদার, লিয়াকত হোসেন, আকরাম মোল্লা, কামরুল ঢালী, রবিউল ঢালী, শফিকুল ইসলাম শিকদার, ইলি শেখ, নাসির খান, লুৎফর খান সহ ১০/১২জন মিলে দেশীয় হটাৎ করে এসে সিরাজ খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, সিরাজ বাধা দিলে সকলে মিলে চড়াও হয়ে সিরাজকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে।
এ সময় মারপিট ঠেকাতে আসলে একই গ্রামের ইয়ার আলী খান, আমানত খান, ইবাদত মোল্লাকেও মারপিট করে আহত করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। সেই সাথে সিরাজ খানের মুদি দোকান, ইবাদত মোল্লার মুদি দোকান সহ বাড়িঘর ভাংচুর করে। দোকানে থাকা টাকা সহ মালামাল নিয়ে যায়। দোকানে থাকা ফ্রিজ সহ বিভিন্ন মালামাল নষ্ট করে দেয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে অপরাধীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট