কুষ্টিয়ার খোকসায় খোকসা গড়াই নদীর উপর নির্মিত খোকসা বাসির স্বপ্নের গড়াই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধান বিচাপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন এর উদ্বোধন কালে অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন,এই সেতু দুই পাহাড়ের মানুষের মধ্যে শুধু সংযোগ স্থাপন করবে না, মানুষে মানুষে বন্ধন গভীর করতে এই সেতু বিশেষ অবদান রাখবে। এই সেতু খোকসা বাসীর কষ্ট আকাঙ্ক্ষার প্রতিফলন এবং কৃষি ও শিল্প বিপ্লবে উন্নয়নে বিশেষ অবদান রাখবে।
সাবেক প্রধান বিচারপতি আরও বলেন, আমরা যে স্বপ্ন দেখি, সে স্বপ্ন দেখতে শিখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখেন। তিনি বলেন এ দেশের সিংহ ভাগ মানুষ খেটে খাওয়া কৃষক শ্রমিক তাদের মুখের দিকে তাকিয়ে তাদের ভাগ্য উন্নয়নে কিছু করতে পারলেই ভালো লাগে। এই সেতু এলাকায় শিল্প বিপ্লবে সহায়ক হবে, গড়ে উঠবে নতুন নতুন শিল্প কল কারখানা। প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।
তিনি আরো বলেন অসখ্য মানুষের জীবন ও রক্তের বিনিময়ে এ দেশে স্বাধীন হয়েছে। এ দেশের মানুষ হিসেবে আমাদের আর ভিক্ষার ঝুলি নিয়ে কারো কাছে যেতে হচ্ছে না। তিনি বলেন দৌলতদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মানের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি ও শিল্প বিপ্লবে উন্নয়নে গড়াই নদীর উপর নির্মিত সেতুটিও বিশেষ অবদান রাখবে। তিনি এই সেতু নির্মাণে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।সোমবার দুপুরে খোকসা-ওসমানপুরের গড়াই নদীর উপর নির্মিত সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন উপলক্ষে খোকসা কালীবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।
আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ আরনুর জায়েদ, খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতাম রেজা।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক আমানুর আমান। সোমবার দুপুরে গড়াই নদীর তীরে খোকসা পৌর এলাকার ও ওসমানপুর ইউনিয়নের সংযোগ স্থলে ৯৫০ মিটার ডবল লেন সেতুর ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন করেন বাংলাদেশের নব্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । এই সেতু নির্মাণ হলে ঝিনাইদহ চুয়াডাঙ্গা ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার সঙ্গে খোকসার যোগাযোগ আর উন্নত হবে।

প্রিন্ট