মাদারীপুর জেলার শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একই পরিবারের ২ জন রয়েছেন।
শাশুড়ীর মৃত্যু সংবাদ শুনে উপজেলার পঁচামাগুরা গ্রামের আরজু সরদার (৫০) শেষবারের মতো শাশুড়ীকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু তিনি নিজেই সপুত্রক ওই দুর্ঘটনায় নিহত হন।
আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, শাশুড়ী মনোয়ারা বেগম মারা যাওয়ার খবর শুনে আরজু সরদার রবিবার দিবাগত রাতে স্ত্রী-সন্তান নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
স্পিডবোটে পদ্মা নদী পার হওয়ার সময় শিবচর এলাকায় তারা দুর্ঘটনার শিকার হন। এতে আরজু সরদার ও তার সন্তান ইয়ামিন (২) মারা যায়। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচামাগুরায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, এ ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা। আরজু সরদার ও তার ছেলে ইয়ামিনের লাশ বাড়িতে আনা হয়েছে।
প্রিন্ট