অনুষ্ঠানে বিইএফ’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রামিম হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু ও সাবেক পৌর মেয়র, পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহসভাপতি মো. ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ আলী, অর্থ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক মো. আ: জব্বার কাজী ও কার্যকারী সদস্য রিপন খান।
এসময় বিইএফ’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুনুর রশীদ ও কামরুল হক ভূইয়াসহ আলফাডাঙ্গা বিইএফ’র শাখার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বিইএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেশব্যাপী ইলেকট্রিশিয়ানদের একমাত্র সংগঠন। সংগঠনটি ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ অধিকার আদায়ের লক্ষে কাজ করে।
প্রিন্ট