ফরিদপুরের বোয়ালমারীতে চার শত পাচ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ও অফিসার্স ইনচার্জ, ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল রাত ৯:৩৫ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বেড়াদি গ্রামের চাপাদা বিলের সুরে পাড় আজিজ মাতুব্বরের জমির টংঘরের পাশ হতে আসামী ১। মোঃ মনজুর রহমান মঞ্জু (৪৪) পিতা- মৃত মোখলেছুর রহমান, মাতা- মোছা- নবিরন নেছা, ২। মোঃ বায়েজিদ মোল্যা (২৭) পিতা- মৃত ইকরাম মোল্যা, মাতা- সেলিনা বেগম, ৩। মোঃ সাহাবউদ্দিন সাহা শেখ (৩০) পিতা- মোঃ মোহন শেখ, মাতা- সালেহা বেগম,
সাং- বেড়াদি, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুরদের কে চারশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রিন্ট