ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শরীরের রক্ত ঝরিয়ে বাঘায় আনন্দ-বেদনার ‘চড়ক’ উৎসব Logo বাঘায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ Logo দৌলতপুরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে বিএনপির ‘আনন্দ শোভাযাত্রা’ Logo সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন Logo রাজশাহীতে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন Logo শিক্ষার্থীদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য করায় ডা. আফসার উদ্দিন কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিক্ষোভ Logo ওয়েলকাম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ Logo আমাদের সন্তানদের ভেতর সুস্থ রাজনীতির বীজ বপন আমাদেরই করতে হবে -ফারজানা শারমিন পুতুল Logo লালপুরে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন Logo বাগাতিপাড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

টানা ৩বারের মতো এমপি হলেন মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট। তনু কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে ।

 

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৩৬ এবং পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫ হাজার ১৫৫ জন। কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

মাহবুবউল আলম হানিফ বাংলাদেশের কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য। হানিফ ১৯৫৯ সালের ২ জানুয়ারি তার পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়ের কর্মকর্তা থাকার সুবাদে তিনি পাকশী রেলওয়ে কলোনীতে বড় হয়েছেন। সেখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। কলেজ জীবনে তিনি সক্রিয়ভাবে ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে (মিরপুর-ভেড়ামারা) দলীয় সংসদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০৮ এর সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) দলীয় মনোনয়নপ্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

 

২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

 

২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯, ২০, ২১ ও ২২তম কাউন্সিলেও তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন তিনি। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এছাড়া তিনি প্রাথমিক জীবনে ভেড়ামারা থানা আওয়ামী লীগের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শরীরের রক্ত ঝরিয়ে বাঘায় আনন্দ-বেদনার ‘চড়ক’ উৎসব

error: Content is protected !!

টানা ৩বারের মতো এমপি হলেন মাহবুবউল আলম হানিফ

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :

কুষ্টিয়া-৩ (সদর) আসনে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ ১ লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট। তনু কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে ।

 

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৩৬ এবং পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৫ হাজার ১৫৫ জন। কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

মাহবুবউল আলম হানিফ বাংলাদেশের কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য। হানিফ ১৯৫৯ সালের ২ জানুয়ারি তার পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়ের কর্মকর্তা থাকার সুবাদে তিনি পাকশী রেলওয়ে কলোনীতে বড় হয়েছেন। সেখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। কলেজ জীবনে তিনি সক্রিয়ভাবে ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে (মিরপুর-ভেড়ামারা) দলীয় সংসদ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০৮ এর সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) দলীয় মনোনয়নপ্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

 

২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

 

২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯, ২০, ২১ ও ২২তম কাউন্সিলেও তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন তিনি। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এছাড়া তিনি প্রাথমিক জীবনে ভেড়ামারা থানা আওয়ামী লীগের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। এরপর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


প্রিন্ট