ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে

সদরপুরে তরমুজের বাজার আগুন

ফরিদপুর জেলার সদরপুর উপজেলা সদর বাজারের তরমুজের দোকানের একাংশ- ছবিঃ মোঃ হুমায়ুন কবির (তুহিন)।

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারগুলোতে মৌসুমী রসালো ফল তরমুজের দাম আকাশ ছোঁয়া ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। রমজানকে পুঁজি করে ব্যবসায়ীগণ তাদের ইচ্ছে মতো প্রতি পিচ তরমুজের দাম হাকিয়ে নিচ্ছে ৫শত থেকে ৬শত টাকা তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও জনসাধারণ।

এদিকে গত কয়েক দিনে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন । এ তাপদাহ থেকে সামান্য পরিত্রাণ পেতে ইফতারে ধর্মপ্রাণ রোজাদাররা তরমুজই বেশি পছন্দ করেন। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে এখন আর তরমুজের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেররা। এরইমধ্যে তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন তদারকি না থাকার কারণে ইচ্ছেমত দাম হাকিয়ে নিচ্ছে এক ধরণের অসাধু তরমুজ ব্যবসায়ীরা বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ।

কৃষ্ণপুরের নাইম মোল্যা নামে একজন বলেন, ভাই অনেক ইচ্ছা ছিলো একটি তরমুজ কিনবো। রোজার সময় বাড়ির সবাইকে নিয়ে ইফতারি করবো। সেটা আর হলো না দামের কারনে।

উপজেলার সতের রশি গ্রামের আলমগীর হোসেন নামে একজন বলেন, আমি বাচ্চার ইচ্ছে পূরণ করতে একটি তরমুজ কিনেছি ৬শত টাকা দাম পড়েছে । এতো দামের কারণে তরমুজ আর সামনের দিনে কপালে আর জুটবে কি না ! তিনি বলেন মাঠ পর্যায় থেকে সরাসরি সঠিক তদারকি করার প্রয়োজন তরমুজ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিষের। একই চিত্র উপজেলা সদর সহ প্রতিটি হাট বাজারে।

এদিকে বিশিষ্টজনেরা ও সাধারণ মানুষের দাবী মনে করেন তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অতিরিক্ত মূল্য দরে তরমুজ বিক্রি হচ্ছে। তবে তারা মনে করেন, বাজার মনিটরিং করে কৃষক পর্যায় থেকে পাইকারদের উপর কঠোর নজরদারী করলে বাজারের স্থিতিশিলতা বজায় থাকবে।

উপজেলা সদর বাজারের তরমুজ ব্যবসায়ী মোকসেদ মোল্যা বলেন, ‘দাম না বেড়ে তো উপায় নেই। এদিকে লকডাউনের মাঝে মহাজনদের নিকট গিয়ে তরমুজ আগের থেকে বেশি দামে কিনতে হয়েছে। এছাড়া তীব্র গরম ও রোজার কারণে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় দামও বেড়েছে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে

সদরপুরে তরমুজের বাজার আগুন

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারগুলোতে মৌসুমী রসালো ফল তরমুজের দাম আকাশ ছোঁয়া ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। রমজানকে পুঁজি করে ব্যবসায়ীগণ তাদের ইচ্ছে মতো প্রতি পিচ তরমুজের দাম হাকিয়ে নিচ্ছে ৫শত থেকে ৬শত টাকা তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও জনসাধারণ।

এদিকে গত কয়েক দিনে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন । এ তাপদাহ থেকে সামান্য পরিত্রাণ পেতে ইফতারে ধর্মপ্রাণ রোজাদাররা তরমুজই বেশি পছন্দ করেন। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে এখন আর তরমুজের স্বাদ নিতে পারছেন না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেররা। এরইমধ্যে তরমুজের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন তদারকি না থাকার কারণে ইচ্ছেমত দাম হাকিয়ে নিচ্ছে এক ধরণের অসাধু তরমুজ ব্যবসায়ীরা বলে সাধারণ ক্রেতাদের অভিযোগ।

কৃষ্ণপুরের নাইম মোল্যা নামে একজন বলেন, ভাই অনেক ইচ্ছা ছিলো একটি তরমুজ কিনবো। রোজার সময় বাড়ির সবাইকে নিয়ে ইফতারি করবো। সেটা আর হলো না দামের কারনে।

উপজেলার সতের রশি গ্রামের আলমগীর হোসেন নামে একজন বলেন, আমি বাচ্চার ইচ্ছে পূরণ করতে একটি তরমুজ কিনেছি ৬শত টাকা দাম পড়েছে । এতো দামের কারণে তরমুজ আর সামনের দিনে কপালে আর জুটবে কি না ! তিনি বলেন মাঠ পর্যায় থেকে সরাসরি সঠিক তদারকি করার প্রয়োজন তরমুজ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিষের। একই চিত্র উপজেলা সদর সহ প্রতিটি হাট বাজারে।

এদিকে বিশিষ্টজনেরা ও সাধারণ মানুষের দাবী মনে করেন তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অতিরিক্ত মূল্য দরে তরমুজ বিক্রি হচ্ছে। তবে তারা মনে করেন, বাজার মনিটরিং করে কৃষক পর্যায় থেকে পাইকারদের উপর কঠোর নজরদারী করলে বাজারের স্থিতিশিলতা বজায় থাকবে।

উপজেলা সদর বাজারের তরমুজ ব্যবসায়ী মোকসেদ মোল্যা বলেন, ‘দাম না বেড়ে তো উপায় নেই। এদিকে লকডাউনের মাঝে মহাজনদের নিকট গিয়ে তরমুজ আগের থেকে বেশি দামে কিনতে হয়েছে। এছাড়া তীব্র গরম ও রোজার কারণে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় দামও বেড়েছে।’


প্রিন্ট