ফরিদপুর সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী ক্যাম্পে অগ্নি সংযোগ করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার ০৩ নং ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ ভোর রাত চারটার দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের ঈগল মার্কার একটি নির্বাচনী ক্যাম্পে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেয়ে কোতায়ালী থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে নির্বাচনী ক্যাম্পের ৩/৪ টি চেয়ার, টেবিলের ও সাইডের পর্দার ক্ষতি হয় বলে জানা গেছে।
প্রিন্ট