ফরিদপুরের সালথায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন আরও ১৬৫টি পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে এসব নতুন ঘরের কাজ প্রায় শেষের দিকে। ঈদের আগেই উপকাভোগীদের হাতে এসব নতুন ঘরের চাবি আর জমির দলিল তুলে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মাত্র দুসপ্তাহ পর বাড়ি আর জমির মালিক হবেন আরও ১৬৫টি গৃহহীন পরিবার। তারা এখন নতুন ঘরে ওঠার স্বপ্ন নিয়ে অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে দৃষ্টিনন্দন এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের মানও ভালো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, ইউএনও ও এসিল্যান্ড নিয়মিত নির্মাণ কাজ পরিদর্শন করায় কাজের গুণগতমান অনেক ভালো হচ্ছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে দুই শতক জমিসহ গৃহহীনদের জন্য নতুন ঘর দিয়েছেন। সালথায় আমরা প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর বরাদ্দ পেয়েছিলাম। সেটি যথাযথভাবে নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১৬৫টি নতুন ঘর পেয়েছি। সেটিরও নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে এসব নতুন ঘর তাদের হস্তান্তর করা হবে। এ ছাড়া পরের ধাপে আরও ২০০টি নতুন ঘর বরাদ্দ পেয়েছি। পর্যায়ক্রমে এগুলোর কাজ শেষ করে হস্তান্তর করা হবে।’
প্রিন্ট