আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের এমপি প্রার্থী নৌকা প্রতীক নিয়ে, হাসানুল হক ইনু দিন ব্যাপী নৌকা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
বৃহষ্পতিবার(২১ ডিসেম্বর) সকাল থেকে এই গণসংযোগ শুরু করেন। এ সময় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, কেন্দ্রীয় যুব জোটের অন্যতম নেতা আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু সাধারণ সম্পাদক আবুহেনা কামাল মোঃ মোস্তফা বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপন, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বেনু সহ নেতাকর্মীবৃন্দ প্রার্থীর সাথে প্রচারাভিযানে অংশগ্রহণ করেন।
সকালে টিএন্ডটি মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন হাসানুল হক ইনু। দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি ভেড়ামারা কলেজ বাজার, রেলবাজার, পৌর মার্কেট ও ভেড়ামারা শহরের রাজপথ ও অলিগলি ঘুরে ভোটার জনতার সাথে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। ইনু ভোটারদের সাথে কূশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া এবং তাদের মূল্যবান ভোট কামনা করেন। গণসংযোগ কালে প্রার্থীর সমর্থনে ও নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
প্রিন্ট