ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার Logo শালিখায় পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ৩ Logo গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভোটের সমীকরণে চেয়ারম্যান প্রার্থী বিমল বিশ্বাস এগিয়ে Logo যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ Logo ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ও কর্ম কর্তাদের কর্মবিরতি Logo ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে সমাবেশ  Logo আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার Logo নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন Logo লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান Logo কালুখালী উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি লুৎফর, সম্পাদক রুমা নির্বাচিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুনঃ নিহত -১

গোপালগঞ্জে ইমাদ পরিবহনের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে পুড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর (৩৮) মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। তারা প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক হাসেম জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর আহত হন।

এছাড়া সংঘর্ষের সাথে সাথে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় সম্পন্ন পুড়ে যায়।

স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় করায় বলে এই পরিদর্শক জানান।

 

এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা ১১টার দিকে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

error: Content is protected !!

গোপালগঞ্জে ইমাদ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুনঃ নিহত -১

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

গোপালগঞ্জে ইমাদ পরিবহনের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে পুড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার দূর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর (৩৮) মানিকগঞ্জ জেলার সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের হযরত আলীর তিন ছেলে ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। তারা প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক হাসেম জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন এবং প্রাইভেটকারে থাকা তিন সহোদর আহত হন।

এছাড়া সংঘর্ষের সাথে সাথে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় সম্পন্ন পুড়ে যায়।

স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায় করায় বলে এই পরিদর্শক জানান।

 

এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা ১১টার দিকে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।