ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু Logo স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হামলার অভিযোগ তুলে ৪ বাড়িতে ভাংচুর Logo কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পাববেনাঃ -আব্দুল হান্নান মাসউদ Logo রাঘববোয়ালদের আটক না করে অস্ত্র উদ্ধারের নামে নাটক করেছে প্রশাসনঃ -আবুল কালাম আজাদ Logo লালপুরে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা Logo বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ Logo বাঘায় ঈদের আনন্দ শোকে পরিনত বিএনপি নেতা কচির পরিবারে Logo কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক Logo হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন Logo আজ ৩০শে মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সংগঠন’র উপদেষ্টা ফারদিন

বর্তমান সময়ের তরুন প্রজন্মের কন্ঠশিল্পীদের মাঝে জনপ্রিয় আরেক নাম মাসুম বিল্লাল ফারদিন। গানের সুরে  সাংস্কৃতিক অঙ্গণে খুব সহজেই সকলের মন হরন করে নিয়েছে ফারদিন। শুধু গানই নয় তিনি অভিনয় শিল্পী ও বটে। কাজ করেন দেশের বাহিরেও। কেবলই সাংস্কৃতিক অঙ্গনেই তার বিচরণ নয়, এবার নিজেকে সামিল করে নিয়েছেন মানবতার কাজে। যার ফলশ্রুতিতে জনপ্রিয় এই শিল্পী ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সংগঠন এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
মূলত এটি অলাভজনক অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। যার মিশন ও ভিশন মানবতার কল্যাণে ভূমিকা রাখা। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ সংগঠন’র প্রতিষ্ঠা সাল ২০১৫ এবং ২০১৯ থেকে ঢাকা জেলা কে কেন্দ্র ধরে অন্য ১৫ টি জেলায়  সুনামের সহিত  কার্যক্রম পরিচালনা করে আসছে। IYCM এর লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশু, পিছিয়ে পড়া নারী এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীদের পাশে ভূমিকা রাখা তাদের নিয়ে কাজ করা।
এটি সমাজের ইতিবাচক পরিবর্তনের সহায়ক।যারই ধারাবাহিকতায়  IYCM  সুনিপূনভাবে কাজ করছে এবং মোহাম্মদপুরের ফুলমেলা স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা সহ তাদের পরিবারের সার্বিক সহযোগিতাসহ, ঢাকা জেলার বস্তি এরিয়ার নারীদের প্রজনন স্বাস্থ্য  নিয়ে যেটি “অঙ্গনা” নামে পরিচালিত এবং সকল অবহেলিত জনগোষ্ঠীর ৫টি মৌলিক চাহিদা পুরনে IYCM নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও IYCM এর কিছু সিগনেচার ইভেন্ট যা প্রতি বছর ক্রমান্বয়ে হয়ে থাকে- রমজানে হাসিমুখ, শীতার্তদের পাশে তারুণ্য, পোষ পার্বণে পিঠা উৎসব ইত্যাদি।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার এর উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ফারদিন জানান, আমাকে মনোনীত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমি যেনো আমার উপর এই অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এটাই কাম্য।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সংগঠন’র উপদেষ্টা ফারদিন

আপডেট টাইম : ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
বর্তমান সময়ের তরুন প্রজন্মের কন্ঠশিল্পীদের মাঝে জনপ্রিয় আরেক নাম মাসুম বিল্লাল ফারদিন। গানের সুরে  সাংস্কৃতিক অঙ্গণে খুব সহজেই সকলের মন হরন করে নিয়েছে ফারদিন। শুধু গানই নয় তিনি অভিনয় শিল্পী ও বটে। কাজ করেন দেশের বাহিরেও। কেবলই সাংস্কৃতিক অঙ্গনেই তার বিচরণ নয়, এবার নিজেকে সামিল করে নিয়েছেন মানবতার কাজে। যার ফলশ্রুতিতে জনপ্রিয় এই শিল্পী ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সংগঠন এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
মূলত এটি অলাভজনক অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। যার মিশন ও ভিশন মানবতার কল্যাণে ভূমিকা রাখা। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ সংগঠন’র প্রতিষ্ঠা সাল ২০১৫ এবং ২০১৯ থেকে ঢাকা জেলা কে কেন্দ্র ধরে অন্য ১৫ টি জেলায়  সুনামের সহিত  কার্যক্রম পরিচালনা করে আসছে। IYCM এর লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশু, পিছিয়ে পড়া নারী এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীদের পাশে ভূমিকা রাখা তাদের নিয়ে কাজ করা।
এটি সমাজের ইতিবাচক পরিবর্তনের সহায়ক।যারই ধারাবাহিকতায়  IYCM  সুনিপূনভাবে কাজ করছে এবং মোহাম্মদপুরের ফুলমেলা স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা সহ তাদের পরিবারের সার্বিক সহযোগিতাসহ, ঢাকা জেলার বস্তি এরিয়ার নারীদের প্রজনন স্বাস্থ্য  নিয়ে যেটি “অঙ্গনা” নামে পরিচালিত এবং সকল অবহেলিত জনগোষ্ঠীর ৫টি মৌলিক চাহিদা পুরনে IYCM নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও IYCM এর কিছু সিগনেচার ইভেন্ট যা প্রতি বছর ক্রমান্বয়ে হয়ে থাকে- রমজানে হাসিমুখ, শীতার্তদের পাশে তারুণ্য, পোষ পার্বণে পিঠা উৎসব ইত্যাদি।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার এর উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ফারদিন জানান, আমাকে মনোনীত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমি যেনো আমার উপর এই অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এটাই কাম্য।

প্রিন্ট