বর্তমান সময়ের তরুন প্রজন্মের কন্ঠশিল্পীদের মাঝে জনপ্রিয় আরেক নাম মাসুম বিল্লাল ফারদিন। গানের সুরে সাংস্কৃতিক অঙ্গণে খুব সহজেই সকলের মন হরন করে নিয়েছে ফারদিন। শুধু গানই নয় তিনি অভিনয় শিল্পী ও বটে। কাজ করেন দেশের বাহিরেও। কেবলই সাংস্কৃতিক অঙ্গনেই তার বিচরণ নয়, এবার নিজেকে সামিল করে নিয়েছেন মানবতার কাজে। যার ফলশ্রুতিতে জনপ্রিয় এই শিল্পী ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার সংগঠন এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
মূলত এটি অলাভজনক অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। যার মিশন ও ভিশন মানবতার কল্যাণে ভূমিকা রাখা। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ সংগঠন’র প্রতিষ্ঠা সাল ২০১৫ এবং ২০১৯ থেকে ঢাকা জেলা কে কেন্দ্র ধরে অন্য ১৫ টি জেলায় সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। IYCM এর লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশু, পিছিয়ে পড়া নারী এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীদের পাশে ভূমিকা রাখা তাদের নিয়ে কাজ করা।
এটি সমাজের ইতিবাচক পরিবর্তনের সহায়ক।যারই ধারাবাহিকতায় IYCM সুনিপূনভাবে কাজ করছে এবং মোহাম্মদপুরের ফুলমেলা স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা সহ তাদের পরিবারের সার্বিক সহযোগিতাসহ, ঢাকা জেলার বস্তি এরিয়ার নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে যেটি “অঙ্গনা” নামে পরিচালিত এবং সকল অবহেলিত জনগোষ্ঠীর ৫টি মৌলিক চাহিদা পুরনে IYCM নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও IYCM এর কিছু সিগনেচার ইভেন্ট যা প্রতি বছর ক্রমান্বয়ে হয়ে থাকে- রমজানে হাসিমুখ, শীতার্তদের পাশে তারুণ্য, পোষ পার্বণে পিঠা উৎসব ইত্যাদি।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার এর উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ফারদিন জানান, আমাকে মনোনীত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমি যেনো আমার উপর এই অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এটাই কাম্য।
প্রিন্ট