নওগাঁর আত্রাইয়ে নবাগত অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের সাথে উপজেলার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার সময় থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক (উত্তাল), সাধারণ সম্পাদক কাজী রহমান, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক আবু হেনা, সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সামসুজ্জামান সেন্টু, খন্দকার আব্দুল মালেক, শাহাদুল বাবু, আজাহার আলী, ফরিদ উদ্দিন মন্ডল, আল-আমিন, নাহিদ ইসলামসহ উপজেলার সকল সাংবাদিক এবং থানা তদন্ত (ওসি) লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে অফিসার ইনচার্জ বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে কাজ করে আত্রাই উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।
প্রিন্ট