ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম Logo স্কুল ছাত্র অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মায়ের করা মানত পূরণ করতেই রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার

-রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার।

রূপকথার গল্পে আমরা যেমন শুনি রাজা-মহারাজার অনেক গুলো রাণী। সবাইকে নিয়ে থাকতেন একই প্রাসাদে। আশ্চর্য মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এক বা দুই নয়, এখন পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন সাত স্ত্রীকে নিয়ে।

কুষ্টিয়ার সদরের পাটিকাবাড়ীয়া এলাকার বাসিন্দা রবিজুল ইসলাম। তার ভাষ্য, মায়ের করা মানত পূরণ করতেই এত বিয়ে করেছেন। তিনি জানান, স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তি নেই। বাবাসহ সাত স্ত্রী এবং পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার করছেন। সাত স্ত্রীই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন তিনি।

সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসেন মিতাকে। রবিজুলের সব বিয়েই সামাজিকভাবে জানাশোনার মাধ্যমে হয়। সঙ্গী হিসেবে পেতে প্রত্যেককে রবিজুল জানিয়েছিলেন, তার ঘরে বউ আছে। আগের স্ত্রীদের সম্মতিতে বিয়ে হয় তাদের। খোলামেলা আলোচনায় পাত্রীরা রাজি হন। তবে আর বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি।

রবিজুল ইসলামের স্ত্রী’রা হলেন- রুবিনা, হেলেনা, নুরনাহার, স্বপ্না, বানু, জুঁই এবং মিতা। ১৯৯৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে। প্রথম স্ত্রীর দুই সন্তান। দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান এবং তৃতীয় স্ত্রীর এক সন্তান। এরমধ্যে গত তিন মাসেই তিনটি বিয়ে করেছেন রবিজুল।

 

 

প্রথম স্ত্রী রুবিনা খাতুন জানান, ৩৮ বছর বয়সী রবিজুলের বিপুল বিত্তবৈভব নেই তবে ভাড়ায় চালিত প্রাইভেটকারের ব্যবসার আয় থেকে ভালোই চলে জীবন। পরস্পর লড়াই না করে মিলেমিশে থাকেন তারা। বিয়ের আগেই তারা জানতেন রবিজুলের কে কততম বউ হচ্ছেন। একসঙ্গে সবাই সুখের সংসার করছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, রবিজুল ইসলামের সাত বউ একই বাড়িতে থাকেন। কখনোই কারোর দুই কথা হয়েছে- এমন ঘটনা দেখিনি। সবাই সবাইকে নিজের বোনের মতো মনে করে সংসার করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঈশ্বরদীতে তাপদাহে লিচুর ফলন বিপর্যয়, বেড়েছে দাম

error: Content is protected !!

মায়ের করা মানত পূরণ করতেই রবিজুলের ৭ স্ত্রীকে নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

রূপকথার গল্পে আমরা যেমন শুনি রাজা-মহারাজার অনেক গুলো রাণী। সবাইকে নিয়ে থাকতেন একই প্রাসাদে। আশ্চর্য মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এক বা দুই নয়, এখন পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন সাত স্ত্রীকে নিয়ে।

কুষ্টিয়ার সদরের পাটিকাবাড়ীয়া এলাকার বাসিন্দা রবিজুল ইসলাম। তার ভাষ্য, মায়ের করা মানত পূরণ করতেই এত বিয়ে করেছেন। তিনি জানান, স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তি নেই। বাবাসহ সাত স্ত্রী এবং পাঁচ সন্তান নিয়ে সুখের সংসার করছেন। সাত স্ত্রীই তাকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন তিনি।

সবশেষ স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে আসেন মিতাকে। রবিজুলের সব বিয়েই সামাজিকভাবে জানাশোনার মাধ্যমে হয়। সঙ্গী হিসেবে পেতে প্রত্যেককে রবিজুল জানিয়েছিলেন, তার ঘরে বউ আছে। আগের স্ত্রীদের সম্মতিতে বিয়ে হয় তাদের। খোলামেলা আলোচনায় পাত্রীরা রাজি হন। তবে আর বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি।

রবিজুল ইসলামের স্ত্রী’রা হলেন- রুবিনা, হেলেনা, নুরনাহার, স্বপ্না, বানু, জুঁই এবং মিতা। ১৯৯৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন প্রথম স্ত্রী রুবিনাকে। প্রথম স্ত্রীর দুই সন্তান। দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান এবং তৃতীয় স্ত্রীর এক সন্তান। এরমধ্যে গত তিন মাসেই তিনটি বিয়ে করেছেন রবিজুল।

 

 

প্রথম স্ত্রী রুবিনা খাতুন জানান, ৩৮ বছর বয়সী রবিজুলের বিপুল বিত্তবৈভব নেই তবে ভাড়ায় চালিত প্রাইভেটকারের ব্যবসার আয় থেকে ভালোই চলে জীবন। পরস্পর লড়াই না করে মিলেমিশে থাকেন তারা। বিয়ের আগেই তারা জানতেন রবিজুলের কে কততম বউ হচ্ছেন। একসঙ্গে সবাই সুখের সংসার করছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, রবিজুল ইসলামের সাত বউ একই বাড়িতে থাকেন। কখনোই কারোর দুই কথা হয়েছে- এমন ঘটনা দেখিনি। সবাই সবাইকে নিজের বোনের মতো মনে করে সংসার করেন তারা।