১দিন ব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন-এ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সাংবাদিকদের এ ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখেন,কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ,সহ-সভাপতি মীর আল-আরেফিল বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, আক্তারুজ্জামান মৃধা পলাশ,নির্বাহী সদস্য জাহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক এইচ,এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল-আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আক্তারুন্নবী মনা সহ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র গণমাধ্যম কর্মী ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় ভিডিও উপস্থাপনের মাধ্যমে ভিটামিন-এ এর গুরুত্ব তুলে ধরা হয়। শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই ৬ মাস বয়স হলেই মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর কথাও বলা হয়েছে।
প্রিন্ট