কুষ্টিয়ার খোকসায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে “জয়িতা অন্মেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
এসময় তিনি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না, তাই বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। নারী জাগরনের অগ্রদুত বেগম রোকেয়ার মত সবাইকে নারী উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ওসি তদন্ত আবদুল গফুর, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর, খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ নারীকে শেষ্ঠ জয়ীতা পুরস্কার দেয়া হয়। শেষ্ঠ জয়ীতাদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস।
সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান, স্কুল কলেজের শিক্ষক, সুখী ও সাংবাদিকগণ।
প্রিন্ট