সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগটির নাম ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সম্মাননা স্মারক পেলেন ফিরোজা বেগম। শনিবার ৯ ডিসেম্বর সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বেগম রোকেয়া দিবস ও জয়িতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, ওসি তদন্ত কালিগঞ্জ প্রদীপ, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক। অবসারপ্রাপ্ত প্রফেসর আজিজুর রহমান, প্রফেসর শ্যামা পদ দাস সহ সাংবাদিক বৃন্দগণ। অনুষ্ঠানে ৫ জন নারীকে জয়িতা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জীবন যুদ্ধে একজন সংগ্রামী নারী ফিরোজা বেগম, শত বাধা পেরিয়ে ধরে রেখেছেন সংসারের হাল। নিজে পরিশ্রম করে চালিয়ে গেছেন সন্তান নাজমুল হুদার পড়াশোনা, মানসিক ভারসাম্যহীন স্বামী রফিকুল ইসলামের চিকিৎসা এবং তার ভরনপোষণ দায়িত্ব। অবদান রেখেছেন দেশের অর্থনীতিতে, ঘুরে দাঁড়িয়েছেন জীবন যুদ্ধে, তৈরী করেছেন নিজের মৎস্য ঘের। তিনি এখন একজন সফল মৎস্য জীবী ঠিক এমনই হাজার সংগ্রামী নারীর হার না মানা গল্পের মধ্যে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে অর্থনৈতিক ক্ষেত্রে সফল একজন নারী ক্যাটাগরিতে সম্মাননা পেলেন ফিরোজা বেগম।
তার অদম্য ইচ্ছে শক্তিই ছিলো তার এক মাত্র সম্ভল। এই ইচ্ছে শক্তিকে পুজি করে, শারিরীক অসুস্থতাকে দূরে ঠেলে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। ভাগ্যকে দোষ না দিয়ে সহায় হিসেবে নিয়েছেন। জীবনের সাথে যুদ্ধ করেছেন প্রতিনিয়ত।
জয়িতা পুরস্কার অর্জনের বিষয়ে ফিরোজা বেগমের পুত্র নাজমুল হুদা জানান, আমি গর্বিত আমি একজন সংগ্রামী নারীর সন্তান। আমি গর্বিত আমার মা একজন কৃষক। সে সবার কাছে মায়ের জন্য দুয়া চেয়েছেন। অনুষ্ঠানে ৫ জন নারীকে জয়িতা
প্রিন্ট