প্রাথমিক স্তর থেকে যে সব শিক্ষার্থী মাধ্যমিক স্তরে পা রাখছে তাদের ব্যাতিক্রমধর্মী বিদায় জানানোর উদ্যোগ নিয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। বিদ্যালয়ের আশপাশের কোন মনোরম পরিবেশে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উদ্যোগ সফল করা হচ্ছে।
রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বনভোজনের মধ্যে দিয়ে বিদায় জানান।
কালুখালীর মরাগংগা এলাকার এক মনোমুগ্ধকর পরিবেশে এই বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অঞ্জলি রানী প্রামানিক, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হরিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল আলম,আ: কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, রমেশ চন্দ্র বিশ্বাস, আরিফা সুলতানা,শামসুন নাহার,মাহফুজা খানম,রোকাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট