রাজশাহীর বাঘায় পাটের গোডাউনে অগ্নিকান্ডে ৯০ লক্ষ টাকার পাট পুড়ে গেছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নারায়নপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পাটের মালিক বিপদ কুমার সাহা চকর নারায়নপুর গ্রামের মুত ধীরেন্দনাথা সাহার ছেলে।
বিপদ কুমার সাহা বলেন, বুধবার (২৯ নভেম্বর, ২৩)) রাত ৯টার দিকে গোডাউন বন্ধ করে নিজ বাড়িতে চলে যান।
রাত ১২টার দিকে গোডাউনে আগুন লেগেছে বলে খবর পান। ঘটনাস্থলে এসে আগুন চলতে। দেখে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রন করলেও গোডাউনের ৪ হাজার মন পাট পুড়ে যায়। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।
তিনি জানান, গোডাউনে কোন বিদ্যুতের সংযোগ নেই। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেতে ধারনা করছি শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৮ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বাঘা থানার ওসি (তদন্ত )সবুজ রানা বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
প্রিন্ট