আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর -০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া উপলক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে একে আজাদের ঝিলটুলীর বাসভবনে উক্ত সভাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ জাসদ মিয়া,কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মাজেদ প্রমূখ।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনা অনুযায়ী ফরিদপুর -০৩ আসন থেকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করে বিজয়ী করে ফরিদপুর উন্নয়ন করার সুযোগ দানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ।
প্রিন্ট