বর্তমান শিক্ষা ব্যাবস্থার কারিকুলাম অনুযায়ী সৃজনশীল হাতের কাজের মাধ্যমে শিক্ষা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাংগা উপজেলার দক্ষিন আকনবাড়িয়ায় প্রতিষ্ঠিত নারায়ন চন্দ্র ভৌমিক শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়ে গেল সৃজনশীল কাজের মাধ্যেমে বার্ষিক মুল্যায়ন। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দুইদিন ব্যাপী সৃজনশীল হাতের কাজের মুল্যায়নের সোমবার ছিল শেষ দিন। ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা বৃন্দ সৃজনশীল হাতের কাজের মুল্যায়ন করেন।
সৃজনশীল কাজের অংশ হিসেবে ছাত্র ছাত্রীরা কেউ কাগজের ফুল, কেউবা কাগজের বাঘ, কেউ কেউ আবার দৃস্টি নন্দন ছবি একেছেন৷ বিদ্যালয়ের একাংশ সাজানো হয়েছে ছাত্র ছাত্রীদের হাতে তৈরী সৃজনশীল কাজের বিভিন্ন নমুনা দিয়ে। ছাত্র ছাত্রী ও অভিভাবকরা যানান নারায়ন চন্দ্র ভৌমিক শিশু একাডেমীর পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষীকারা বাচ্চাদের প্রতি যথেস্ট আন্তরিক, তাই দিন দিন ভাল ফলাফল করছে এ বিদ্যালয়। ২০১০ সাল থেকে যাত্রা শুরু বিদ্যালয়টির। ২০১৯ সালে সর্বশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ জন সাধারন গ্রেডে ও ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়ের পরিচালক বাবু কুমারেশ ভৌমিক বলেন গ্রামাঞ্চলে আমরা চেস্টা করছি নতুন কারিকুলাম অনুযায়ী সৃজনশিল হাতের কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের। সৃজনশীল হাতের কাজের মাধ্যমে শিক্ষা ব্যাবস্থাকে আরো গতিশীল করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে সার্বখনিক যোগাযোগ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকারা জানান নতুন কারিকুলাম অনুযায়ী আমরা শিক্ষার মানউন্নয়নে ভাল কিছু করার চেস্টা করছি। নারায়ন চন্দ্র শিশু একাডেমীতে প্লে থেকে অস্টম শ্রেনী পর্যন্ত পড়ানো হয়। আগামীতে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান প্রতিষ্ঠা সহকারী পরিচালক কুমারেশ ভৌমিক।
প্রিন্ট