দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর – ২ ( সালথা- নগরকান্দা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী প্রচার অফিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সালথা সদর বাজারের হারেজ সুপার মার্কেটের নিজ তলায় এই অফিসের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ,সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, চৌধুরী সাব্বির আলী, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা কাইয়ুম মোল্লা, আক্কাস আলী মেম্বারসহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।
অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারী, ফরিদপুর -২ আসন তথা ( সালথা – নগরকান্দার সাধারন মানুষের সেবক হতে আপনাদের কাছে দোয়া নিতে আজ এসেছি। এদেশের সাধারন মানুষ নির্যাতিত নিপীড়িত আমি তাদের ভাগ্যউন্ননের কাজ করতে চাই। তাই এই নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়েছি। আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই।
এদেশের মানুষের উপর ষ্টীম রোলার চালানো হয়েছে, সাধারন মানুষ হামলা মামলার স্বীকার হয়েছে। এই মানুষের কষ্ট দুর করাই আমার কাজ। আমি আপনাদেরই সন্তান, এই দেশে আমার নাড়ী পোতা রয়েছে আমি আপনাদের রেখে পালিয়ে যাবো না। আমার রক্তে মিশে রয়েছে মুক্তিযোদ্ধার রক্ত। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন বলে আমি আশা রাখি।
প্রিন্ট