ফরিদপুর প্রতিনিধি:সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা গ্রামের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কানাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে শ্রমিক কলোনিতে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাস, কানাইপুর বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ সেকেন, সহিদ মোল্লা এবং ইউপি সদস্যগন।
- আরও পড়ুনঃ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ৩৩৬২টি
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২০কেজি চাউল, ২ কেজি সোয়াবিন তেল ও ডাল বিতরণ করা হয়। উল্লেখ্য গত শুক্রবার রাতে করিম জুট মিলে কর্মরত শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ১৩টি কক্ষ পুড়ে যায়।
প্রিন্ট