আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এর নেতৃত্ব পুলিশের একটি চৌকস দল গোপালগঞ্জ সদর থানার দূর্গাপুর, কাঠি ও মাঝিগাতি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ (ওসি) মাঝিগাতি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় মাঝিগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, দফাদার ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
প্রিন্ট