জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ওয়ারিশ সনদের মাধ্যমে ঈশান চন্দ্র সরকারের সম্পত্তি ভোগ দখলের বিরুদ্ধে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সেবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ সভাপতি এস এম সুলতান আহমেদ, সহ-সভাপতি সুবল চন্দ্র সাহা দপ্তর সম্পাদক বিকাশ ভূষণ গুহ বাবলু , ক্রীড়া সম্পাদক শেখর কান্তি ঘোষ ঈশানগোপালপুর ইউনিয়নের ১ নং প্যানেল মেয়র আজগর হোসেন, ২ নং প্যানেল মেয়র সবদূল হোসেন, ৪ নং ওয়ার্ডের সদস্য রেজাউল করিম বাচ্চু, ৯ নং ওয়ার্ডের সদস্য হিটলু খান, ২ নং ওয়ার্ডের সদস্য মোসলেম উদ্দিন, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাজনিন বেগম।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদিক সম্মেলনে সহিদুল ইসলাম মজনু লিখিত বক্তব্যে দাবি করেন-জালিয়াতি ও প্রতারণা মূলকভাবে ভুয়া ওয়ারিশ সনদের মাধ্যমে উজ্জ্বল সরকার, উৎপল সরকার, উত্তম সরকার, লিপিকা সরকার ও নুরুজ্জামান চৌধুরী পংকজ ঈশান চন্দ্র সরকারের সম্পত্তি অবৈধ ভোগ দখল ও বিক্রির চেষ্টা করছে। এতে ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ জানানো হলেও দুদক যথাযথ পদক্ষেপ নিচ্ছে না দাবি করে তিনি ঈশান চন্দ্র সরকারের সম্পত্তি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
প্রিন্ট