সদরপুরে উদযাপিত হলো স্বপ্নছোঁয়া নামে সামাজিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান। গতকাল রাতে সদরপুর চায়না পার্ক রেস্টুরেন্টে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ল্যাবএইড ফার্মাসিটিক্যাল কর্মরত ইমন হোসেন বলেন, স্বপ্নছোঁয়া একটি সামাজিক সংগঠন। সদরপুরে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ডাক্তার, ফার্মেসি মালিকদের সমন্বয়ে গড়ে উঠেছে এই সংগঠন। নিজেদের মধ্যে ক্ষুদ্র সঞ্চয় গড়ে তোলা, অসহায় দরিদ্র রোগীদের জন্য ডাক্তারের সিরিয়াল করে দেয়া, বিনামূল্যে ঔষধ সরবরাহ করার লক্ষ্য নিয়ে এটি গড়ে উঠেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মুক্তখবর এর উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন।
এসিআই ফার্মাসিটিক্যাল এর ফিল্ড মার্কেটিং অফিসার মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্রাগ ইন্টারন্যাশনালের বাবুল আকতার, ইবনে সিনার হাবিবুর রহমান, অফসোনিন এর শহিদুল ইসলাম এবং বেক্সিমকোর মারুফ। এ সময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রিন্ট