‘শৃঙ্খলা,ভ্রাতৃত্ববোধ ও জনকল্যাণ’- এই স্লোগানে বাংলাদেশ রিটায়ার্ড আমর্ড় ফোর্সেস সোলজার্স ওয়েলফেয়ার সোসাইটি (ব্রাসওস) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) হাতিয়া দ্বীপ নিউ মার্কেট হল রুমে ।
বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি হাতিয়া উপজেলা শাখার আয়োজনে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো:আনোয়ার হোসেন সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইশতিয়াক আহমেদ ‘র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওরায়েন্ট অফিসার হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট কামাল হোসেন।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেপাল মো:আব্দুল কাদের,সার্জেন্ট সাহাব উদ্দিন,সার্জেন্ট মো: মাইন উদ্দিন সহ প্রমুখ।
এ ছাড়াও অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা, মুক্তিযোদ্ধা অন্যান্য পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়।
১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমণের সূচনা করে।
আলোচনা শেষে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।
প্রিন্ট