কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার জেরে কামড় দিয়ে টিপু সুলতান (৪০) নামের এক যুবকের কান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেয়ে।
রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গোরস্থানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। টিপু সুলতান একই এলাকার রায়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শওকত আলী জানান, পরকীয়ার সম্পর্কের টানে রোববার সন্ধ্যায় টিপু সুলতান নামের ওই যুবকে স্থানীয় এক গৃহবধূর বাড়ি গিয়ে অনৈতিক কর্মকাণ্ড শুরু করে। এসময় ওই গৃহবধূর স্বামী বাজার থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে টিপু সুলতানের সঙ্গে তার স্ত্রীকে দেখে টিপুকে আটকে রাখার চেষ্টা করে। এসময় টিপু ওই গৃহবধূর স্বামীকে মারপিট করলে গৃহবধূর স্বামী টিপুর কান কামড়ে ছিড়ে নেয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে টিপু সুলতান দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ জানান, টিপু সুলতানের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক। সেই সূত্রে ধরে আমাদের বাড়িতে টিপু সুলতানের আসা যাওয়া ছিল। কিন্তু তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। আজ সন্ধ্যায় আমি আমার শোয়ার ঘরে শুয়ে ছিলাম, চোখে একটু ঘুমের ভাব ছিল। এবং বাড়িতে কেউ ছিল না।
এই সুযোগে টিপু এসে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে। এমন সময় আমার স্বামী বাড়িতে এসে দেখে ফেলে। তখন আমার স্বামী উত্তেজিত হয়ে কামড় দিয়ে টিপুর কান ছিড়ে দিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট