গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(৮ নবেম্বর) বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে, লাইফস্টাইল হেলথ এডুকেশন এ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে, জনপ্রতিনিধি, ইমাম এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, ভোরের কাগজের প্রতিনিধি কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মানব কন্ঠের প্রতিনিধি নাহিদ পারভেজ জনি, দৈনিক নবরাজের প্রতিনিধি হাদিউজ্জামান, মধুমতি কন্ঠের প্রতিনিধি হাফিজুর রহমান লেবু, আমাদের সময়ের প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক সময়ের প্রত্যাশার প্রতিনিধি বাদশাহ মিয়া, নবচেতনার প্রতিনিধি লিয়াকত সরদার, যুগের সাথীর ব্যাবস্থাপনা সম্পাদক আমজাদ হোসেন আমোদ সহ বিভিন্ন মসজিদের ইমামগন।
সেমিনারে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন।
প্রিন্ট