২০২৩-২৪ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মাগুরা সদর উপজেলায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের লটারি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৭ নভেম্বর বিকাল ৪ টার সময় সদর উপজেলা পরিষদ হলরুমে এইচবিবি প্রকল্পের লটারি করা হয়।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আম্বিয়া বেগম শিল্পী, পল্লী উন্নয়ন অফিসার বিআরডিবি দেবাশীষ কুমার দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে। ৬৫, ১৭২, ১৮৫ ও ২২৬ লটারির গুটি নং বাদ দিয়ে দেওয়া হয়।
লটারিতে ২ গ্রুপের নাম উঠে আসে তার মধ্যে নির্বাচিত হয় ১ম গ্রুপ হলো ১২২ নং আর কে ট্রেডার্স ও ৫২ নং মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ এবং ২য় গ্রুপ হলো ১৬৩ নং মেসার্স হাজারী কনস্ট্রাকশন ও ৭৬ নং মাহিব এন্টারপ্রাইজ।