ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতিয়ায় হজ্জযাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ Logo কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার Logo মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা Logo মুকসুদপুরে ‘ডাকাতি’ মামলার রহস্য উদঘাটন করে সম্মাননা পেলেন ওসি তদন্ত শীতল Logo ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান Logo রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী Logo ফুলবাড়ীতে বেপরোয়া গতিতে প্রাণ গেলো দু’জনের Logo মাদারীপুরে আড়িয়াল খা নদে বাল্কহেডের সাথে সংঘর্ষে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ ১ Logo বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত Logo শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শ্রীপুরে আজকের পত্রিকা সাংবাদিকের ওপর হামলা

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত রাতুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতুল মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

থানায় দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ‘আজ (গতকাল) বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের- জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

 

আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চস্বরে বলে, ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে। এই বলে আসামিরা আমার ওপর হামলে পড়ে। পরে বিবাদীরা গালাগাল শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে আবার মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে।

 

 

এ সময় আসামিরা সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।’ অভিযোগে বলা হয়, ‘এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।’

 

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাতিয়ায় হজ্জযাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ

error: Content is protected !!

শ্রীপুরে আজকের পত্রিকা সাংবাদিকের ওপর হামলা

আপডেট টাইম : ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত রাতুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতুল মণ্ডল বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

থানায় দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ‘আজ (গতকাল) বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের- জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

 

আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চস্বরে বলে, ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে। এই বলে আসামিরা আমার ওপর হামলে পড়ে। পরে বিবাদীরা গালাগাল শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে আবার মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে।

 

 

এ সময় আসামিরা সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।’ অভিযোগে বলা হয়, ‘এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সুযোগমতো পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।’

 

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


প্রিন্ট