ফরিদপুরের আলফাডাঙ্গা থানা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রোকনউদ্দিন শেখের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলীমুজ্জামান শিকদার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, উপজেলা কৃষকলীগের আহŸায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, গোপালপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী কাজল, সাধারণ সম্পাদক মো.উজ্জল মোল্যাসহ আলফাডাঙ্গা থানা জাতীয় শ্রমিক লীগ, পৌরসভা, ইউনিয়নের শ্রমিকলীগের নেতাকর্মী ছাড়ার উপজেলার অনেক বীর মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা রোকনউদ্দিন শেখের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অংশ নেন।
প্রিন্ট