বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। বর্ণাঢ্য সমবায় র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসানের অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আফজাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কণা বিশ্বাস, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা সমবায়ী নেতা কাউন্সিলর এনায়েত ফকির, রেজওয়ান, নজরুল ইসলাম ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
প্রিন্ট